Amar Bhanga Ghorer Bhanga Chala (আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা)


Amar Bhanga Ghorer Bhanga Chala Lyrics:

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলেরে আমারে পাইবা না

তুমি আমায় ডাকলা নাতো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

0 Response to "Amar Bhanga Ghorer Bhanga Chala (আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা)"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel