Kibhabe Ferabo Bolo (কিভাবে ফেরাবো বলো) By Ayon Chaklader
কিভাবে ফেরাবো আমায় বলো
দিয়েছি এ মন
রয়েছো হৃদয়ে মিশে তুমি সারাটি ক্ষণ! (X২)
অনুভবে অনুরাগে কত সপ্ন আশা জাগে
তুমি এলে ছুয়ে গেলে রাঙ্গালে সুখে জীবন
কিভাবে ফেরাবো আমায় বলো
দিয়েছি এ মন
রয়েছো হৃদয়ে মিশে তুমি সারাটি ক্ষণ!
প্রতিটি পলকে,দেখি শুধু তোমাকে
কেউ নেই,যেনো আর কিছু তো নেই
চেয়েছি যারে,আজ পেয়েছি যে তারে
বলে এ মন বলে বারে বারে
তুমি যেন প্রিয়া সে...
এসেছে লগন...চেনালে তুমি
মেতেছে মন এ কি অনুরনন!
কেমনে বোঝাবো প্রিয়া বল
দেখো দু নয়ন।
তোমাকে ঘিরে গড়ি যেন আমারই ভুবন!
অনুভবে অনুরাগে কত সপ্ন আশা জাগে
তুমি এলে ছুয়ে গেলে রাঙ্গালে সুখে জীবন।
অজানা খেয়ালে,মন টাকে ভাসালে
যেন আজি চলেছি অচেনা টানে
গল্পেরা বলে তোমারি হাত টি ধরে চলে
কোন সে উজানে বারে বারে
মিষ্টি মান অভিমানে
সেখানে তুমি
আমাকে প্রেম
দেখালে আজ স্বর্গ অনুক্ষণ!
কিভাবে ফেরাবো আমায় বলো
দিয়েছি এ মন
রয়েছো হৃদয়ে মিশে তুমি সারাটি ক্ষণ!
অনুভবে অনুরাগে কত সপ্ন আশা জাগে
তুমি এলে ছুয়ে গেলে রাঙ্গালে সুখে জীবন...
ভিডিও
0 Response to "Kibhabe Ferabo Bolo (কিভাবে ফেরাবো বলো) By Ayon Chaklader"
Post a Comment