Era Sukher Laagi (এরা সুখের লাগি)


এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।

শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
তাই মান অভিমান,
তাই এত হায়-হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সখী, চলো, গেল নিশি, স্বপন ফুরালো,
মিছে আর কেন বলো।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী, চলো।
প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।।

0 Response to "Era Sukher Laagi (এরা সুখের লাগি)"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel