Tomar Khola Hawa Lagiye Pale (তোমার খোলা হাওয়া লাগিয়ে)




শিরোনামঃ তোমার খোলা হাওয়া লাগিয়ে
রবীন্দ্রসঙ্গীত

———————————————
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো-
রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে-
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥

0 Response to "Tomar Khola Hawa Lagiye Pale (তোমার খোলা হাওয়া লাগিয়ে)"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel