Tumi Eshechile Porshu (তুমি এসেছিলে পরশু)
নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
বনে বনে পাখি ডেকে যায় আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া দিয়ে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
থেকে থেকে হাওয়া দিয়ে যায় দিয়ে যায় দোল।
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
0 Response to "Tumi Eshechile Porshu (তুমি এসেছিলে পরশু) "
Post a Comment