Bondhon Lyrics By TAHSAN
Tahsan - Bondhon Lyrics
বন্ধন সে তো হয়না পুরনো,
সম্পর্ক গুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়া গুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
কিছু কিছু প্রিয়মুখ কিছু হাসি নিয়ে
আরো একটু বেশী চেয়েছি বেঁচে থাকতে
কিছু কিছু অবয়ব মায়া খুঁজে নিতে
মুহুর্ত গুলো চোখ মেলে থাকে
চেনা কন্ঠের সেই চেনা ডাকে,
সবটুকু চেতনা কান পেতে থাকে
প্রতি মুহুর্তে তাই আজ স্বপ্ন সাজাই
ভালোবাসার স্পর্শ খুঁজে যাই।
অদৃশ্য সূতোয় বাধা পড়ে,
প্রতি মুহুর্তে তাই স্বপ্ন সাজাই
আর ভালোবাসার সংজ্ঞা খুঁজে যাই।
বন্ধন সে তো হয়না পুরনো,
সম্পর্ক গুলোর বয়স হয়না কোন
চাওয়া পাওয়া গুলো যায়না হারিয়ে,
অনুভূতি সেতো যায় না হারিয়ে
এক পা দুই পা করে পথ চলা,
নন্দিত পৃথিবীর পথ ধরে।
0 Response to "Bondhon Lyrics By TAHSAN"
Post a Comment