ঝর ঝর বারি ঝরে (Jhoro Jhoro Bari Jhore)
- শিল্পীঃ সত্যেন ঘোষাল
- অ্যালবামঃ পাওয়া যায় নি
- সুরকারঃ পাওয়া যায় নি
- গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
- বছরঃ পাওয়া যায় নি
- বিভাগঃ নজরুল গীতি
- যোগ করেছেনঃ
- যোগ হয়েছেঃ জুলাই ২৯, ২০১৫
- দেখা হয়েছেঃ ২৪৭ বার
ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
এসো এসো মেঘমালা পিয়া পিয়া।।
দূরে থেকো না এই শ্রাবণ-নিশীথে
কাঁদে তব তরে পিয়াসী হিয়া।।
বিজলী খুঁজে ফেরে সুদূর আকাশে
হৃদয়ে কাঁপে প্রেম পাপিয়া পিয়া।।
এসো এসো মেঘমালা পিয়া পিয়া।।
দূরে থেকো না এই শ্রাবণ-নিশীথে
কাঁদে তব তরে পিয়াসী হিয়া।।
বিজলী খুঁজে ফেরে সুদূর আকাশে
হৃদয়ে কাঁপে প্রেম পাপিয়া পিয়া।।
রাগ: শুধ্-সারং তাল:ত্রিতাল
0 Response to "ঝর ঝর বারি ঝরে (Jhoro Jhoro Bari Jhore)"
Post a Comment