Mon Ghumay Re ( মন ঘুমায় রে ) - Habib Wahid
Mon Ghumay Re ( মন ঘুমায় রে )
মন ঘুমায় রে...মন ঘুমায় রে...
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে
হাওয়ায় টানে উত্তরেতে
জলে টানে দক্ষিনে
রঙ্গিলা পাল হাওয়ার সাথে
প্রেম কইরাছে গোপনে
হাওয়ায় জলে টানাটানি
নৌকা পড়ে দ্বিধায় রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে
হাওয়ায় জলে টানাটানি
নৌকা পড়ে দ্বিধায় রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে
মন ঘুমায় রে...মন ঘুমায় রে...
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে
যে বৈঠাতে বাইতো মন অথই জলরাশি
আজকে সেই জন,সেই জলেতে
হইয়াছে পরবাসী
হাওয়ায় হাঁসে,জলে নাচে
বইঠা শুধু কান্দে রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে - ২
মন ঘুমায় রে...মন ঘুমায় রে...
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে
তীরে একা প্রান বন্ধুয়ার বুকে জমে ঢেউ
ঢেউয়ে ভাঙ্গে আশার জমি,দেখেনা তো কেউ
অ মন তোর পায়ে পড়ি
বইথা খানা ধরনা রে
রঙ্গিলা পাল তুইলা মন ঘুমায় রে - ২
মন ঘুমায় রে...মন ঘুমায় রে...
0 Response to "Mon Ghumay Re ( মন ঘুমায় রে ) - Habib Wahid"
Post a Comment