Mayabono Biharini (মায়াবন বিহারিনী)



মায়াবনবিহারীনি হরিনী
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ অকারণ।
থাক্‌ থাক্‌ নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন
অকারণ।

চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবানী শ্রবণে,
চিত্ত আকুল হবে অনুখন
অকারণ।
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিব-
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ।

0 Response to "Mayabono Biharini (মায়াবন বিহারিনী)"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel