Esho Amar Ghore (এসো আমার ঘরে) Written By GAAN PAGLA Tuesday, August 11, 2015 Add Comment Edit এসো আমার ঘরে।বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে॥স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকেমুগ্ধ এ চোখে।ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসে আমার ঘরে॥দুঃখসুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসেবনের আকুল নিশ্বাসে–এবার ফুলের প্রফুল্ল রূপ এসো বুকের ‘পরে॥ Share this post Related PostsKori Mana Kam Chare Na (করি মানা কাম ছাড়েনা)Sohoj Manush (সহজ মানুষ)Ek Phule Char Rang Dharechhe(এক ফুলে চার রঙ ধরেছে)Raat Pohale Pakhi Bole (রাত পোহালে পাখি বলে)Ami Opar Hoya (আমি অপার হয়ে)Shomoy Gele Shadhon Hobe Na(সময় গেলে সাধন হবে না)Milon Hobe Koto Dine(মিলন হবে কত দিনে)Khachar Vitor Ochin Pakhi(খাঁচার ভিতর অচিন পাখি)
0 Response to "Esho Amar Ghore (এসো আমার ঘরে)"
Post a Comment