Mone Robe Kina Robe Amare (মনে রবে কি না রবে আমারে)
মনে রবে কি না রবে আমারে সে আমার মনে নাই মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারনে গান গাই।।
চলে যায় দিন, যতখন আছি পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই-
তাই অকারনে গান গাই।।
ফাগুনের ফুল যায় ঝরিয়া ফাগুনের অবসানে-
ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে।
ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে না কি এ খেলারই ভেলাটাই-
তাই অকারনে গান গাই।।
0 Response to "Mone Robe Kina Robe Amare (মনে রবে কি না রবে আমারে)"
Post a Comment